বইটিতে বর্তমানে নতুন করে ঢেউ তোলা হাদীস অস্বীকারের ফিতনার খণ্ডন করা হয়েছে। কুরআন মাজীদের মাধ্যমেই প্রমাণ করা হয়েছে হাদীসও ওহি এবং অবশ্যই হাদীস মানতে হবে। আলহামদুলিল্লাহ। রাসূল ﷺ এর প্রতি ও তাঁর হাদীসের প্রতি মুহাব্বাতের নিদর্শন স্বরূপ বইটিকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আমীন।