সালাসাতুল উসূল তিনটি মূলনীতি বুঝার সহজ উপায় - PDF ইসলামী আকীদাহ বিষয়ক কিতাবগুলোর মূলবক্তব্যসমূহের গুরুত্ব এবং উহা বুঝার প্রয়োজনীয়তা ইলম অর্জনকারীদের কাছে মোটেই অস্পষ্ট নয়। আমাদের দেশের আলেমদের শিক্ষাদানের পদ্ধতি হলো, তারা সর্বপ্রথম শাইখ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব রাহিমাহুল্লাহ প্রণীত তিনটি মূলনীতি নামক সংক্ষিপ্ত পুস্তিকাটি ছাত্রদেরকে পাঠ দান করেন। প্রাথমি শিক্ষার্থীদের এটিই সর্বপ্রথম পাঠ করা উচিত। পরবর্তীতে তারা এর চেয়ে বড় কিতাবগুলোর দিকে অগ্রসর হবে। যেমন তাওহীদুল উলুহীয়ার উপর লিখিত কিতাবুত তাওহীদ এবং আকীদাহর সমগ্র বিষয়ের উপর লিখিত আল আকীদাহ আল ওয়াসেতীয়ার কথা বিশেষভাবে উল্লেখযোগ্য।