বড়দিন (Christmas) যে ঈসা আ. -এর ধর্মের মধ্যে এক নব সংযোজন এবং রোমান মূর্তিপূজকদের থেকে ধার করা একটি উৎসব তা অনেক খ্রিস্টান সম্প্রদায়ও স্বীকার করে [যেমন: Jehovah’s Witness]। খ্রিস্টধর্মে ত্রিত্ববাদ, আদিপাপ, যিশু [ঈসা আ.] কর্তৃক সকল মানুষের পাপের ভার বহন-এগুলোও যে ঈসা আ. -এর ধর্মে অনেক পরে ঢুকেছে সে বিষয়েও অনেক আলোচনা হয়। কিন্তু আমরা কি জানি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে নবি-রাসুলদের সম্পর্কে কী কথা লেখা আছে?