কে বড় লাভবান ? - PDF কে বড় ক্ষতিগ্রস্থ’ বইটি বের করার পর থেকেই ‘কে বড় লাভবান নামে একটি বই বের করার আশা করেছিলাম । অনেক দ্বীনী ভাই এই নামে একটি বই বের করার জন্য অনুরোধও করেছিলেন। তখন থেকেই চিন্তা করছিলাম সত্যিকারের লাভবান কে? কী করলে প্রকৃতার্থে লাভবান হওয়া যায়? মানুষতো মনে করে দুনিয়াতে নগদ কিছু পাওয়ার নামই লাভবান হওয়া। আর লাভবান হওয়ার আশায় মানুষ পরিবার-পরিজন নিয়ে মনে-প্রাণে চেষ্টা করে। স্ত্রী আল্লাহর পক্ষ থেকে একটি বড় অনুগ্রহ । তাকে মূল্যায়ন না করে তার মাধ্যমে নগদ কিছু পাওয়ার আশায় কর্মক্ষেত্রে পাঠিয়ে দেয়, ছেলেমেয়ের পিছনে অবলীলায় অর্থ ব্যয় করে। অবস্থা দেখে মনে হয় মানুষ যেকোনো মূল্যে বড় লাভবান হতে চায় । সকলেই বড় লাভবান হওয়ার কথা বলে । এ অবস্থায় আমাদের জানতে হবে আসলেই ‘কে বড় লাভবান?’