ইসলাম ধর্ম ও অন্যান্য ধর্মের অনুসারীদের মধ্যে এখানে মৌলিক পার্থক্য পরিলক্ষিত হয়। একজন খ্রিষ্টান ঈসা আ. বা ‘যীশু খ্রিষ্টকে’ গভীরভাবে ভালবাসেন ভক্তি করেন এবং বিশ্বাস করেন যে, তিনিই তার মুক্তিদাতা বা ত্রাণকর্তা। কিন্তু তাকে যদি যীশুর ইবাদত বন্দেগি, আচার আচরণ, অভ্যাস বা কর্ম বা শিক্ষা সম্পর্কে প্রশ্ন করা হয়, তাহলে তিনি বিশেষ কিছুই বলতে পারবেন না। কারণ, তার বিশ্বাস হলো, যীশু খ্রিষ্টের অনুসরণ, অনুকরণ বা আনুগত্য নয়, বরং তাঁর প্রতি ভালবাসা, ভক্তি ও বিশ্বাসই তাকে মুক্তি দেবে। পক্ষান্তরে একজন মুসলিমের বিশ্বাস হলো যে, রাসূলে আকরাম (সা.) এর প্রতি কর্মহীন বা অনুসরণহীন ভালবাসা নয়, বরং তাঁর ভক্তিময় প্রেমময় অনুসরণ অনুকরণ ও আনুগত্যই তাকে চিরকল্যাণ ও মুক্তির পথে নিয়ে যাবে। তাই একজন মুসলিম সকল ক্ষেত্রে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বা তাঁর সুন্নাত জানতে আগ্রহী।