আলেমদের মাঝে অনেকেই এমন আছেন, যারা দীনের মূলনীতি সম্পর্কিত চল্লিশটি হাদীস সংকলন করেছেন। কেউ দীনের শাখাগত বিধান সম্পর্কিত চল্লিশটি হাদীস সংকলন করেছেন। কেউ কেউ হয়তো জিহাদ সম্পর্কিত চল্লিশটি হাদীস সংকলন করেছেন।
কেউ কেউ যুহদ (দুনিয়াবিমুখতা) সম্পর্কে সংকলন করেছেন। কেউ কেউ শিষ্টাচার সম্পর্কে সংকলন করেছেন। কেউ কেউ ভাষণ সম্পর্কিত হাদীস সংকলন করেছেন । এগুলোর প্রত্যেকটিই নেক বিষয়বস্তু । আল্লাহ তা'আলা এই বিষয়বস্তুগুলোর সংকলকদের প্রতি সন্তুষ্ট হোন। কিন্তু আমার দৃষ্টিতে এই সকল উদ্দেশ্যের চাইতে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে সাধারণভাবে চল্লিশটি হাদীস সংকলন করার বিষয়টিকে।
আর তা হলো সকল বিষয়বস্তুর সমন্বয়ে গঠিত চল্লিশটি হাদীসের একটি সংকলন। যেখানে প্রত্যেকটি হাদীসই দীনের একটি মহান মূলনীতি বিশিষ্ট হবে। যেই হাদীসকে আলেমগণ ইসলামের ভিত্তি অথবা ইসলামের অর্ধাংশ অথবা এক তৃতীয়াংশ অথবা এই জাতীয় গুরুত্বপূর্ণ অংশ বলে স্বীকৃতি দিয়েছেন ।
কেউ কেউ যুহদ (দুনিয়াবিমুখতা) সম্পর্কে সংকলন করেছেন। কেউ কেউ শিষ্টাচার সম্পর্কে সংকলন করেছেন। কেউ কেউ ভাষণ সম্পর্কিত হাদীস সংকলন করেছেন । এগুলোর প্রত্যেকটিই নেক বিষয়বস্তু । আল্লাহ তা'আলা এই বিষয়বস্তুগুলোর সংকলকদের প্রতি সন্তুষ্ট হোন। কিন্তু আমার দৃষ্টিতে এই সকল উদ্দেশ্যের চাইতে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে সাধারণভাবে চল্লিশটি হাদীস সংকলন করার বিষয়টিকে।
আর তা হলো সকল বিষয়বস্তুর সমন্বয়ে গঠিত চল্লিশটি হাদীসের একটি সংকলন। যেখানে প্রত্যেকটি হাদীসই দীনের একটি মহান মূলনীতি বিশিষ্ট হবে। যেই হাদীসকে আলেমগণ ইসলামের ভিত্তি অথবা ইসলামের অর্ধাংশ অথবা এক তৃতীয়াংশ অথবা এই জাতীয় গুরুত্বপূর্ণ অংশ বলে স্বীকৃতি দিয়েছেন ।